নমস্কার, বিগত কিছু বছরে আমাদের আঞ্চলিক বৃত্তি পরীক্ষা সংস্থা গুলি প্রায় বন্ধ হয়ে যাওয়ার দরজায় দাড়িয়ে, আমরা একটি আঞ্চলিক সংস্থা, সংযোজিত শিক্ষা ছাত্র এবং ছাত্রীদের মধ্যে বজায় রাখা আমাদের দায়িত্ব, এই সকল দায়িত্বের কথা মাথায় রেখে আমরা এই সিধান্তে পৌঁছেছি যে, ঐক্যতান পরিবারের (ঐক্যতান ট্রাষ্ট) পক্ষ থেকে আগামী ০৪ সেপ্টেম্বর ২০২২ তারিখ, রবিবার ৫ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্র এবং ছাত্রীদের উদ্দেশ্যে ‘Aikyatan Talent Search Examination’-এর আয়োজন করা হয়েছে, ঐক্যতান পরিবারের (ঐক্যতান ট্রাষ্ট) পক্ষ থেকে সকল শিক্ষক এবং শিক্ষিকা এবং শিক্ষিত ব্যক্তিবর্গদের আমন্ত্রণ জানাই, আপনারা ঐক্যতান পরিবারের (ঐক্যতান ট্রাষ্ট) সাথে যুক্ত হয়ে আমাদের এই উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করার বিষয়ে নিজের মতামত প্রদান করুন এবং এই গুগুল ফর্মে নিজের নাম নতিভুক্ত করুন । পরীক্ষার পরিকাঠামো আপনাদেরকে WhatsApp এর মাধ্যমে জানানো হবে ।
ফর্ম লিঙ্ক - https://forms.gle/w2a21ahEnj3hMkzc6 ... See more